[ক্যান্টনমেন্ট আইন, 2018 – অধ্যায়-7 এর 98 নং ধারা অনুযায়ী আর্থিক স্বচ্চলতা সাপেক্ষে এলাকাসহ সংলগ্ন এলাকায় ক্যান্টনমেন্ট বোর্ড নিম্নবর্ণিত সেবা প্রদান]
১। এলাকা বিশেষে নূতন সড়ক নির্মাণ, উক্ত উদ্দেশ্যে ইমারত এবং উহার অংগনাদি নির্মাণের উদ্দ্যেশে ভূমি অধিগ্রহণ করা;
2। গণপার্ক, বাগান, অফিস, দুগ্ধখামার, গোসলখানা বা ধোপাখানা, পানীয় জলের ফোয়ারা, পুকর, কূপ, এবং অন্যান্য গণ উপযোগিতামূলক, স্থাপনাদি নির্মাণ, প্রতিষ্ঠা বা রক্ষণাবেক্ষণ করা;
3। আদম শুমারি গ্রহণ, জরিপ পরিচালনা করা, ত্রান ব্যবস্থা প্রবর্তন বা সংরক্ষণ;
4। বৈদ্যুতিক বাতি বা বৈদ্যুতিক শক্তি স্থাপনা নির্মাণ, ভর্তুকি প্রদান বা নিশ্চয়তা বিধান করা;
5। ক্যান্টনমেন্টের বাসিন্দাদের নিরাপত্তা, স্বাস্থ্য বা অন্যান্য আবশ্যক সুবিধা বৃদ্ধির সম্ভাবনা রহিয়াছে এইরুপ অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা।