সর্ব-শেষ হাল-নাগাদ: ০৩ ফেব্রুয়ারী ২০১৯
ক্যান্টনমেন্ট বোর্ডের দায়িত্বাবলী
[ক্যান্টনমেন্ট আইন, 2018 – অধ্যায়-7 এর 96 নং ধারা অনুযায়ী আর্থিক স্বচ্চলতা সাপেক্ষে এলাকাসহ সংলগ্ন এলাকায় ক্যান্টনমেন্ট বোর্ড নিম্নবর্ণিত সেবা প্রদান]
1। সড়ক ও অন্যান্য গণস্থানে বাতির ব্যবস্থা করা;
2। সড়ক এবং অন্যান্য গণস্থানে পানি ছিটানো;
3। সড়ক, সাধারণের ব্যবহার্য স্থান সমূহের নর্দমা পরিস্কার করা এবং ক্ষতিকারক
গাছপালা সরানো;
3। আপত্তিকর, বিপদজনক বা ক্ষতিকর ব্যবসা এবং জীবিকা নিয়ন্ত্রণ করা;
4। বিপদজনক ইমারত এবং স্থান নিরাপদকরণ বা অপসারণ করা;
5। মৃতের সৎকারের জন্য স্থান অধিগ্রহণ, রক্ষণাবেক্ষণ, পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করা;
6। সড়ক, কালভার্ট, বাজার, নর্দমা, নিষ্কাশন ব্যবস্থা এবং পয়ঃ ব্যবস্থা নির্মাণ, পরিবর্তন এবং রক্ষণাবেক্ষণ করা;
7। সড়কের পার্শ্বে এবং অন্যান্য গণস্থানে বৃক্ষরোপণ এবং রক্ষণাবেক্ষণ করা;
8। রাস্তার ট্রাফিক সাইন পোস্টিং স্থাপন এবং মেরামত;
9। জন্ম ও মৃত্যু নিবন্ধন করা;
10। গণটিকা ব্যবস্থা প্রবর্তন এবং সংরক্ষণ করা;
11। গণ হাসপাতাল ও ডিসপেনসারি প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ বা সহায়তা করা এবং গণচিকিৎসা সহায়তা প্রদান করা;
12। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এবং রক্ষণাবেক্ষণ বা সহায়তা করা
13। বোর্ডের উপর অর্পিত বা ব্যবস্থাপনায় ন্যস্ত সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং উহার মূল্য বৃদ্ধি করা;
14। শিশু বা সর্বসাধারণের বিনোদনের জন্য পার্ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা;
15। কোনো আইন দ্বারা বা তদধীন ইহার উপর অর্পিত যে কোন দায়িত্ব পালন করা;
16। ক্যান্টনমেন্টের অভ্যন্তরে পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সকল প্রকার কার্যক্রম এবং তদুদ্দেশ্যে ব্যবহৃত যে কোনো স্থাপনা পরিচালনা বন্ধকরণ।