জালালাবাদ সেনানিবাসে জন্য বিভিন্ন সময়ে ০৫টি এলএ কেসের মাধ্যমে ০৫টি মৌজায়(সিলেট জেলার সদর উপজেলাধীন মৌজাঃ বটেশ্বর জেএল নং-৬৫, মৌজাঃ চুয়াবহর বটেশ্বর জেএল নং-৬৬, মৌজাঃ চেরাগাং টি গার্ডেন জেএল নং-৬৪ এবং গোয়াইনঘাট উপজেলাধীন মৌজাঃ ঠাকুরের মাটি জেএল নং-৩৩৮) সর্বমোট জমির পরিমান ১২২৫.৮৪ একর জমি অধিগ্রহণ করা হয়। তন্মধ্যে ক্যান্টনমেন্ট বোর্ডের ‘সি’ শ্রেণীভূক্ত আওতাধীন জমির পরিমান। যথা:- (ক) অফিসার্স শিশু পার্ক- ০.৬৬একর, (খ) জেসিও/ওআর শিশুপার্ক- ০.৩৩ একর,
(গ) জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড অফিস ও সিইও’র বাসস্থান- ১.৫০, (ঘ) ক্যান্টনমেন্ট বোর্ড স্টাফ কোয়ার্টার- .০.৩০ একর,
(ঙ) জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, গেস্ট হাউস, ডরমেটরি, মসজিদ- ৪.৭০ একর, (চ) কবরস্থান/সমাধীকরণ- ৩.০০ একর মোট ১০.৫০ একর।
জালালাবাদ সেনানিবাসের আওতায় কোন চ্যাপার্ড এলাকা নেই তবে জালালাবাদ সেনানিবাস চ্যাপ্টার্ড এরিয়া করণের লক্ষ্যে ঊদ্ধর্তন কতৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে কেবল সেনাবাহিনীর সদস্য এবং তাদের কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিবর্গ এ সেনানিবাসে বসবাস করে থাকেন। বোর্ডের আওতায় একটি উচ্চ বিদ্যালয়, একটি নার্সারী, একটি খোঁয়াড়, একটি করবস্থান, একটি মসজিদ ও তিনটি শিশুপার্ক রয়েছে।