সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাসের নির্দেশনা মোতাবেক ক্যান্টনমেন্ট বোর্ডের অফিসিয়াল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন ও তথ্য প্রযুক্তিতে অত্র দপ্তরকে আরোও যুগোপযোগী এবং ইন্টারনেটের মাধ্যমে অফিসের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য ডিজিটাল পদ্ধতিতে ই-সেবা কার্যক্রম চালু করা হচ্ছে। এছাড়া অত্র দপ্তরের বিভিন্ন সমস্যা দূর করণের লক্ষ্যে বর্তমান ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে এ প্রতিষ্ঠানটি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অত্র দপ্তর হতে ক্যান্টনমেন্টে বসাবাসরত সামরিক/অসামরিক বাসিন্দাগণের মানসম্মত নাগরিক সুবিধাদি প্রদান এবং সেবাদানে সুশাসন ও স্বচ্চতা নিশ্চিত করণের উদ্দেশ্যে তথ্য সম্বলিত ওয়েব পোর্টালটি সম্পন্ন করার কাজ চলমান রয়েছে।
এছাড়াও ক্যান্টনমেন্ট বোর্ড সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রয়োজনীয় সেবা প্রদান; এ বোর্ডের কঞ্জারভেন্সী কার্যক্রমের মাধ্যমে ক্যান্টনমেন্টের সৌন্দর্য্য ও পরিবেশ বান্ধব নিশ্চিত করণ; অত্র বোর্ডের পৌর কার্যাদির মাধ্যমে ক্যান্টনমেন্টের বাসিন্দাদের পৌর সুবিধাদি প্রদান; অত্র বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে ক্যান্টনমেন্টে বসাবাসরত বাসিন্দাদের সন্তানগণকে শিক্ষা দানের ব্যবস্থা করেছে।